ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাঙামাটিতে ছাত্র সমাজের আনন্দ র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
রাঙামাটিতে ছাত্র সমাজের আনন্দ র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি মেডিকেল কলেজে পাঠদান শুরু করার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাঙামাটিতে আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।
 
রোববার (২২ মার্চ) সকালে রাঙামাটি ছাত্র সমাজের ব্যানারে পৌরসভা প্রাঙ্গণ থেকে এ আনন্দ র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।  
 
জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সাইদুল, যুগ্ম সম্পাদক ইয়াছিন, উপ-প্রচার সম্পাদক রুবেল চৌধুরী, কলেজ ছাত্রলীগের সভাপতি সজল দাশ।  
 
প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও দীপংকর তালুকদারকে অভিনন্দন জানিয়ে এ সময় বক্তারা বলেন, রাঙামাটির জনগণের প্রতি আস্থা রাখায় রাঙামাটিবাসী তার প্রতিদান দেবে। বক্তারা দ্রুত পাঠদান শুরু করে শিক্ষার্থীদের দুশ্চিন্তা দূর করার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।