ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি কার্যক্রম শুরু ৪ এপ্রিল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
ইবির ভর্তি কার্যক্রম শুরু ৪ এপ্রিল

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



রোববার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী মেধা তালিকা থেকে ভর্তির জন্য ৪ এপ্রিল হতে ৮ এপ্রিল পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মেধা তালিকা থেকে ভর্তি চলবে ৪ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত।

এছাড়া মেধা তালিকা থেকে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিভাগ পরিবর্তন ১৮ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত চলবে।

বিশেষ কোটায় ভর্তির আবেদন সংগ্রহ ৪ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত এবং অপেক্ষমাণ ও বিশেষ কোটায় ভর্তি ও বিভাগ পরিবর্তন ২১ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

এদিকে, সভায় শিগগিরই বিশ্ববিদ্যালয়ে  ক্লাস, পরীক্ষা ও হলসমূহ খুলে দিতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে ‍জানা গেছে।

ভর্তি পরীক্ষা সম্পর্কে যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে বিস্তারিত জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।