ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি উপাচার্যকে সাংবাদিকদের শুভেচ্ছা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
জবি উপাচার্যকে সাংবাদিকদের শুভেচ্ছা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের দুই বছর পূর্তিতে অধ্যাপক ড. মীজানুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

শনিবার (২১ মার্চ) দুপুর ১২টায় উপাচার্যের সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা জানানো হয়।



এসময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

২০১৩ সালের ২০ মার্চ জবির উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক ড. মীজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।