ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিতর্কিত আম্পায়ারিংয়ের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
বিতর্কিত আম্পায়ারিংয়ের প্রতিবাদে রাবিতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারতের খেলায় ভারতের পক্ষে আম্পায়ারদের পক্ষপাতিত্বের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘রাজশাহী ইউনিভার্সিটি ক্রিকেট ফ্যানস’ এর ব্যানারে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।



মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।

এ সময় তারা আম্পায়ারদের বিচার দাবি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে পাকিস্তানি আম্পায়ার আলিম দার ও ইংল্যান্ডের আম্পায়ার ইয়ান গোল্ডের কুশপুতল পোড়ানো হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।