ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিভাগের নবীন বরণ

মো. রিয়াজ উদ্দিন রিপন,মাভাবিপ্রবি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিভাগের নবীন বরণ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিবিএ বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



বিভাগের চেয়ারম্যান নুসরাত নাহিদা আফরুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. আবু বকর সিদ্দিকী, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন মুহাম্মদ উমর ফারুক, বিজ্ঞন অনুষদের ডিন ও প্রক্টর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, রেজিষ্ট্রার মো. শাহাদত হোসেন, বিবিএ বিভাগের অধ্যাপক ড. এএফএম হাশেম আলী, সহকারী অধ্যাপক কানিজ মরিয়ম আকতার, প্রভাষক মো. নাজমুল ইসলাম ও মো. রুস্তম আলী প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।