ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মঙ্গলবার এসএসসি পরীক্ষা হচ্ছে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
মঙ্গলবার এসএসসি পরীক্ষা হচ্ছে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম ( ফাইল ফটো)

ঢাকা: বিএনপি মঙ্গলবারের হরতাল শিথিল করলেও এদিন এসএসসি ও সমমানের কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সোমবার (০৯ মার্চ) রাতে জানান, মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতই থাকছে।

পরে এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

এদিকে, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় বিজয় মিছিলের কর্মসূচি দিয়ে হরতাল স্থগিত রাখে বিএনপি।
 
মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে পদার্থ বিজ্ঞানের (তত্ত্বীয়) পরীক্ষা নির্ধারিত ছিল।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অবরোধের মধ্যে হরতাল দেওয়ায় গত ৭ মার্চ মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।
 
বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।