ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মৌলভীবাজার: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি বলেছেন, শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার মান বাড়াতে হলে ভালো শিক্ষকের বিকল্প নেই।



সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের পৌর জনমিলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা, নবাগত শিক্ষকদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, শিক্ষকরা যখন দায়িত্বশীলতার সঙ্গে ক্লাস করান তখন শিক্ষার্থীরাও মনোযোগ সহকারে ক্লাস করতে আগ্রহী হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল বাছিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুদীপ কুমার ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, উপজেলা শিক্ষা অফিসার মারুফ আহমদ।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।