ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সমাবর্তনের দাবিতে নোয়াখালী কলেজে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
সমাবর্তনের দাবিতে নোয়াখালী কলেজে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালের শিক্ষার্থীদের সমাবর্তন দিতে হবে এ দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন শতাধিক শিক্ষার্থী।



শিক্ষার্থীরা জানায়, আগামী ৩০ দিনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে, আগামী ১০ মার্চ দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজে মানববন্ধন করা হবে। একইদিন ক্লাস বর্জন র্কমসূচিও পালন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি মাসব্যাপী সমাবর্তনের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি চলবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।