ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোবটের ফ্লাশ মব করলো রুয়েটের শিক্ষার্থীরা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
রোবটের ফ্লাশ মব করলো রুয়েটের শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: নবাগত শিক্ষার্থীদের আবিষ্কারে উদ্বুদ্ধ করতে রোবটের ফ্লাশ মব করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রোবটিক সোসাইটির সদস্যদের উদ্যোগে রুয়েটের প্রশাসন ভবনের সামনে এ ফ্লাশ মবের আয়োজন করা হয়।



রোবটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. রোকনুজ্জামানের তত্ত্বাবধানে রুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিন্দম বিশ্বাস, শায়বার নাসিফ ও রাজন ভুঁইয়ার উদ্যোগে এ ফ্লাশ মব অনুষ্ঠিত হয়।

দৃষ্টিনন্দন ফ্লাশ মবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. এমদাদুল হক, রোবটিক সোসাইটি অব রুয়েটের সভাপতি ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. রোকনুজ্জামান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক অমিত রায়সহ রোবটিক সোসাইটি অব রুয়েটের সদস্যরা।

রোবট সম্পর্কে জানতে চাইলে রোবটিক সোসাইটির সাধারণ সম্পাদক ও ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজন ভুঁইয়া বাংলানিউজকে জানান, রোবটটিতে একটি সেন্সর স্থাপন করা রয়েছে। সেটা দিয়ে রোবট একটি নির্দিষ্ট রং দেখে ওই পথে চলে এবং প্রয়োজনের তার দিক পরিবর্তন করে।

তিনি আরও জানান, রোবটটি আমাদের সংগঠনের একটি ক্ষুদ্র প্রয়াস। রোবটটি তৈরি করা হয়েছে মূলত নবাগতদের উৎসাহ দেওয়ার জন্য। নতুন সৃষ্টির মাধ্যমে উদ্ভুত সমস্যা সমাধান সম্ভব তা বোঝানোর জন্যই এ প্রয়াস বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।