ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১শ’ ২৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১শ’ ২৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ৫২টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলায় সর্বমোট ২০ হাজার ৮শ ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৭শ ১৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষায় অনুপস্থিত ছিলো একশ ২৬ জন শিক্ষার্থী।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলায় এসএসসি পরীক্ষার ২৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৪ হাজার ৪০ জন, দাখিল পরীক্ষার ১১টি কেন্দ্রে পরীক্ষার্থী ৪ হাজার ৯শ’ ৮৩ জন, এসএসসি ভোকেশনালের ১০টি কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ৭শ’ ৩২ জন এবং দাখিল ভোকেশনালের ৪টি কেন্দ্রে পরীক্ষার্থী ৮৮ জন।
 
এর মধ্যে এসএসসিতে ১৪ হাজার, দাখিলে চার হাজার নয়শ ৩০, এসএসসি ভোকেশনালে ১ হাজার ৭শ’ তিন এবং দাখিল ভোকেশনালে ৮৪ জন পরীক্ষায় অংশ নেয়।
 
কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ বাংলানিউজকে জানান, কঠোর নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় পুলিশ মোতায়েনের পাশাপাশি ভ্রাম্যমাণ বাহিনী হিসেবে পুলিশ, র‌্যাব ও বিজিবি নিয়মিত টহল দিয়েছে।
 
কুড়িগ্রামের জেলা প্রশাসক এবিএম আজাদ বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব ও বিজিবির পাশাপাশি ২৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।