ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রংপুরে ৬৫ কেন্দ্রে শান্তিপূর্ণ পরীক্ষা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
রংপুরে ৬৫ কেন্দ্রে শান্তিপূর্ণ পরীক্ষা চলছে ছবি: (ফাইল ফটো)

রংপুর: রংপুর জেলা ও মহানগরীর ৬৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়।

চলবে দুপুর ১২টা পর্যন্ত।

রংপুর মহানগরী ছাড়াও জেলার কাউনিয়া, পীরগাছা, গংগাচড়া, তারাগজ্ঞ, বদরগজ্ঞ, পীরগজ্ঞ ও মিঠাপুকুর উপজেলার ৬৫টি কেন্দ্রে প্রায় ৩১ হাজার পরীক্ষাথী পরীক্ষায় অংশ নিচ্ছে।

কেন্দ্রগুলোতে কড়া পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ঝুকিপূর্ণ কেন্দ্র গুলোতে ৠাব, বিজিবির সদস্যরা টহল দিচ্ছে।

রংপুর জেলা প্রশাসক ফরিদ আহামেদ জানান, রংপুর জেলায় শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা চলছে। কোথাও কোনো অঘটন ঘটেনি।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।