ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবির শিবির নেতা আটক

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বাকৃবির শিবির নেতা আটক মুশফিক আল মাহদী তিমু

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা শিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুশফিক আল মাহদী তিমুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকা থেকে তাকে আটক করা হয়।



প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোরে শহরের কাঁচিঝুলি এলাকায় ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির। পরে পুলিশ ‍আসলে সটকে পড়ে তারা। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে বাকৃবির শিবির নেতা কৃষি অনুষদের শেষবর্ষের শিক্ষার্থী তিমুকে আটক করে পুলিশ।

ময়মনসিংহ কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফজলুল করিম বাংলানিউজকে জানান, ভাঙচুর ও বোমা নিক্ষেপ মামলায়  তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাকৃবি শিবিরের সভাপতি মঞ্জুর মোর্শেদ বলেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করে তিমুকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।