ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু মঙ্গলবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু মঙ্গলবার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার।

নবাগত শিক্ষার্থীদের যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে হবে।

ক্লাসের সময়সূচি সংশ্লিষ্ট বিভাগের অফিস থেকে জানা যাবে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে সোমবার সকালে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক ও হল প্রাধ্যক্ষবৃন্দের সঙ্গে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যায়ের সব বিভাগে যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপাচার্য সব বর্ষের ক্লাস ও পরীক্ষাসহ সামগ্রিক শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার প্রতিও গুরুত্বারোপ করেন।

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বক্তব্য রাখেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।