ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবি-তে নীল দলের ভরাডুবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বেরোবি-তে নীল দলের ভরাডুবি

রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতি নির্বাচনে (২০১৫) নীল দলের ভরাডুবি হয়েছে।

একটি মাত্র সদস্য পদ ছাড়া সবগুলোতে জয় পেয়েছে আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’ সমর্থিত প্যানেল।



মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শেখ মাজেদুল হক।

প্রগতিশীল প্যানেল থেকে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান ভাপতি ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ (রিষিণ পরিমল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নীল দলের একমাত্র সদস্য পদে জয়ী হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু ছালেহ মো. ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ)।


বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।