ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিআইইউ’তে যুক্তরাজ্যের প্লাটফর্ম এডুকেশনের প্রতিনিধিরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
ডিআইইউ’তে যুক্তরাজ্যের প্লাটফর্ম এডুকেশনের প্রতিনিধিরা

ঢাকা: যুক্তরাজ্যের প্লাটফর্ম এডুকেশনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ধানমন্ডিস্থ ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাজ্যের দ্য স্টুডেন্ট ওয়ার্ল্ড এর ক্লাইন্ট রিলেশনশীপ ডিরেক্টর মি. বেনজামিন অ্যামব্রস।

ডিআইইউ এর রেজিস্ট্রার প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ. কে. এম ফজলুল হক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দলটিকে স্বাগত জানান।

শিক্ষার্থী আদান-প্রদান, পিএইচডি ডিগি প্রদান, কর্মশালা আয়োজন ও যৌথভাবে জার্নাল প্রকাশ সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে এসময় প্রতিষ্ঠান দুটির উর্ধ্বতনদের মধ্যে আলোচনা হয়।

খুব শিঘ্রই এই বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরের ব্যপারে তারা আশা প্রকাশ করেন।

ডিআইইউ’র পক্ষে আলোচনায় অংশ নেন ইউনিভার্সিটির পরিচালক (ইন্টারন্যাশনাল এ্যাফেয়ারর্স) প্রফেসর ড. মোঃ ফখ্রে হোসেন, পরিচালক (স্টুডেন্ট এ্যাফেয়ারর্স) সৈয়দ মিজানুর রহমান, উপ-পরিচালক, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সিটিউিট ফিরোজ কবির খান, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামানসহ উর্ধ্বতনরা।   

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।