ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৪৯ তম সমাবর্তনে ডিগ্রি পাবেন ৬১০৪ জন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
ঢাবির ৪৯ তম সমাবর্তনে ডিগ্রি পাবেন ৬১০৪ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়: মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯ তম সমাবর্তনে বিভিন্ন ক্যাটাগরিতে ডিগ্রি দেওয়া হবে ৬ হাজার ১০৪ জনকে।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স  আরেফিন সিদ্দিক উপাচার্য লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।



ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে পিএইচডি পাবেন ৪২ জন, এমফিল ২০ জন, স্বর্ণপদক ২৯, এমডি, এমএস ৪৯ জন, অনার্স ৩১৬০ জন, মাস্টার্স ৫৬৫ জন, এমবিবিএস ১৬২৫ জন, বিডিএস ৩১৯ জন, নার্সিং ও ফিজিও থেরাপি ১৮৬ জন এবং হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক ডিগ্রি পাবেন ১০৯ জন।

লক্ষ্যণীয় যে এবারও ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। মোট ৬ হাজার ১০৪ জনের মধ্যে মেয়েদের সংখ্যা ৩ হাজার ৩৬৭ জন। যেখানে ছেলেদের সংখ্যা ২ হাজার ৭৩৭ জন।

৪৯তম সমাবর্তনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সমাবর্তন বক্তা থাকবেন জেনেভাভিত্তিক মেধাস্বত্ব সংগঠন (The World Intellectual Property Organization) (WIPO)- এর মহাপরিচালক ফ্রান্সির গারি (Francis Gurry)। সমাবর্তন অনুষ্ঠানে তাকে ডক্টর অব লজ (Doctor of Laws) ডিগ্রি প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।