ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
জবির দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন সোমবার

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সম্প্রসারণের লক্ষে দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করা হবে সোমবার (১২ জানুয়ারি)।

রোববার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।



এতে উল্লেখ করা হয়  দক্ষিণ কেরাণীগঞ্জের বাঘৈর গ্রামে (নব নির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিপরীতে) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করা হবে।

এব্যাপারে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, দক্ষিণ কেরাণীগঞ্জে ৩৪৯ দশমিক ৫ শতাংশ জমির উপর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস করা হবে। এখানে দুইটি হল এবং একটি অনুষদ চালুর পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।