ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেরোবি শিক্ষক সমিতি নির্বাচন

আওয়ামীপন্থি প্রার্থীদের মনোনয়নপত্র জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
আওয়ামীপন্থি প্রার্থীদের মনোনয়নপত্র জমা

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল সমর্থিত প্রর্থীরা বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে তাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনারের কার্যালয়ে জমা দিয়েছেন।

নীল দল সমর্থিত প্যানেলে সভাপতি পদে ড. মো. নাজমুল হক, সহ-সভাপতি পদে মো. শাহজামান, কোষাধ্যক্ষ পদে মো. আমির শরীফ, সাধারণ সম্পাদক পদে মো. শাহীনুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী মনোনয়নপত্র জমা দেন।



এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ড. তুহিন ওয়াদুদ, মো. জুবায়ের ইবনে তাহের, মো. সিদ্দিকুর রহমান, মো. নূরনবী ইসলাম, সাব্বির আহমেদ চৌধুরী, সজল রায়, রিপুল কবির, মো. ইসমাইল হোসেন, দীপক কুমার রায়, সৈয়দ আনোয়ারুল আজিম, ড. নিতাই কুমার ঘোষ, আশান উজ জামান এবং আপেল মাহমুদ মনোনয়নপত্র জমা দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।