ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মতিঝিল আইডিয়ালে জেএসসি, পিএসসিতে ৯৯ দশমিক ৯৪ পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
মতিঝিল আইডিয়ালে জেএসসি, পিএসসিতে ৯৯ দশমিক ৯৪ পাস ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এবারের জেএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছে। অন্যদিকে পিএসসি পরীক্ষায় ধরে রেখেছে গতবারের অর্জিত চতুর্থ স্থান।



স্কুলটিতে এবার জেএসসি পরীক্ষার্থী ১৪ শ’ ৫৪ জন। এদের মধ্যে পাস করেছে ১৪ শ’ ৫৩ জন। ফেল করেছে মাত্র একজন। আর জিপিএ-৫ পেয়েছে মোট ১২ শ’ ৯৬ জন। পাশের হার ৯৯ দশমিক ৯৩ ভাগ।

গত বছর জেএসসির ফলাফল অনুযায়ী ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করলেও এবার একধাপ নেমে তৃতীয় স্থানে রয়েছে স্কুলটি।

অন্যদিকে, পিএসসি পরীক্ষায় গতবারের চতুর্থ স্থান ধরে রেখেছে স্কুলটি। এবার পিএসসি পরীক্ষায় মোট ১৫ শ’ ৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ১৫ শ’ ৭৮ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১৪ শ’ ১৩ জন। পাশের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।
 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় স্কুলটির অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বাংলানিউজকে জানান, স্কুলটির মতিঝিল, বনশ্রী ও মুগদাসহ মোট ৩টি শাখা রয়েছে। মতিঝিল শাখায় বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনও রয়েছে। জেএসসি পরীক্ষায় মতিঝিল, মুগদা ও মতিঝিল ইংরেজি ভার্সনে শতভাগ পাশ থাকলেও বনশ্রী শাখায় পাশের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ এবং সবগুলো শাখা মিলে এবারের জেএসসিতে শিক্ষার্থীদের পাশের হার ৯৯ দশমিক ৯৩ শতাংশ।
 
অন্যদিকে, পিএসসিতে ও বনশ্রী শাখায় পাশের হার কম। সবগুলো শাখায় শতভাগ পাশ থাকলেও বনশ্রী শাখায় ৯৯ দশমিক ৮২ শতাংশ।

জেএসসি পরীক্ষায় গত বারের চেয়ে এবার একধাপ নিচে নেমে তৃতীয় স্থান অধিকারের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এটা সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার। ওঠা-নামা করতেই পারে।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফল নিয়ে খুশি না হওয়ার কোনো কারণ নেই। আমার ছাত্র-ছাত্রীরা ভালো করেছে।

আগামীতে আরো ভালো ফলাফল করার জন্য আমাদের চেষ্টা  অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

সমাপণী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে আমার স্কুলের কোনো ছাত্র-ছাত্র এটিকে আমলে নেয় নি। কেন-না আমাদের ছাত্র-ছাত্রীদের  সারা বছরে আমরা পুরো বইটাই পড়াই। কোনো কিছুর সহায়তা নেওবার তাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

জেএসসির বিষয়ে অধ্যক্ষ বলেন, জেএসসি পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে এমন কোনো খবর আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।