ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাফল্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
রাজশাহী বোর্ডে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাফল্য

রাজশাহী: এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীদের মতো প্রতিবন্ধীরাও ভালো ফলাফল করেছে।

রাজশাহী বোর্ডে এবার ১৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নেয়।

এমধ্যে ১৬ জনই দৃষ্টি প্রতিবন্ধী আর একজন শারিরীক প্রতিবন্ধী।

এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী দুইজন জিপিএ-৫সহ ১৪ জন বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেএসসি ও জেডেসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে জয়পুরহাটের খঞ্জনপুর মিশন বালিকা বিদ্যালয়ের রুবেল বাসকি ও সুমরানী টপ্পো জিপিএ-৫ পেয়েছে।

শ্রুতি লেখকের মাধ্যমে উত্তীর্ণ দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীরা হলো, বগুড়ার শাহজাহানপুর চানসিতারা মাদলা ইউনাইটেড স্কুলের শাহানারা খাতুন (৩.৯৪), দোগাছি হাইস্কুলের আব্দুস সবুর (৪.০০), নাজমুল ইসলাম (৪.১১), আব্দুল মতিন তুষার (৩.৩৯), কাউসার হোসেন (৩.২২), হারুণার রশিদ (৩.৭৮), ভোলানাথ শাহা (৩.৬১), মাহবুব জামান (৪.৩৯), রাজশাহীর পঙ্গু শিশু নিকেতনের আরিফুল ইসলাম (৪.৪৪), সুফিয়া খাতুন (৩.৬৭) ও মিজানুর রহমান (৩.৭২)।

এছাড়া শারীরিক প্রতিবন্ধী গোদাগাড়ীর সুলতানগঞ্জ হাইস্কুলের আল আমিন এবারের জেএসসি পরীক্ষায় ২.৬১ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
 
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামশুল কালাম আজাদ বলেন, অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি বরাবরের মতো শিক্ষাক্ষেত্রেও প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে।

পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী এই পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সহ প্রয়োজনে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।