ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাবার কোলে চড়ে এগিয়ে চলা সেই নাইস

রফিকুল আলম, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
বাবার কোলে চড়ে এগিয়ে চলা সেই নাইস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে বাবার কোলে চড়ে জুনিয়র সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেওয়া প্রতিবন্ধী নাইস খাতুন ভালো ফলাফল করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেশব্যাপী জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

নাইস পরীক্ষায় তিন দশমিক ৬৭ পয়েন্ট পেয়ে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এ ফলাফল করায় নাইস খুব খুশি। তার এই অর্জনে খুশি হয়েছেন তার মা, বাবা, ভাইসহ স্বজনরা।
 
নাইস ধুনটের বহালগাছা গ্রামের প্রান্তিক কৃষক নজরুল ইসলামের মেয়ে। মা আকতার জাহান একজন গৃহণী। এক ভাই ও এক বোনের মধ্যে নাইস ছোট।

নাইস উপজেলার বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

বাবা নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, নাইস জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। সে দুই পায়ে ভর করে দাঁড়াতে বা হাঁটতে পারে না। তার ডান হাতটিও অকেজো। নাইস বাম হতে কলম ধরে লেখে।

জেএসসি পরীক্ষার সময় প্রতিদিন বাবা তাকে কোলে করে ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিয়ে যেতেন। পরীক্ষা শেষে আবার একইভাবে বাড়ি নিয়ে আসতেন।

জন্মগতভাবে প্রতিবন্ধী নাইসকে চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলার যথাসাধ্য চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি বলে জানান তিনি।

অন্যের সাহায্য ছাড়া সে চলতে পারে না। কিন্তু তাতে থেমে যায়নি তার মনোবল।

নিরন্তর চেষ্টায় শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এগিয়ে চলছে নাইস।

সে বাংলানিউজকে জানায়, ইচ্ছা থাকলে উপায় হয়-এই মন্ত্রে আমি বিশ্বসী। কারো বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না। লেখাপড়া শিখে ভবিষ্যতে আদর্শ শিক্ষক হতে চাই।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।