ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাজশাহী জেলায় পাসের হার

পিএসসিতে ৯৭.৯, ইবতেদায়ীতে ৯৭ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
পিএসসিতে ৯৭.৯, ইবতেদায়ীতে ৯৭ শতাংশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিএসসি) রাজশাহী জেলায় এবার ৯৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ইবতেদায়ীতে এ হার ৯৭ শতাংশ।



মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ফলাফলে জানা যায়, রাজশাহী জেলা ও মহানগর থেকে পিএসসি পরীক্ষায় মোট ৪৩ হাজার ৮৫৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯৭ দশমিক ৯০ শতাংশ পাস করেছে।

মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৯৩ জন। এরমধ্যে এক হাজার ৯৯৮ জন ছাত্র এবং ২ হাজার ১৯৫ জন ছাত্রী।

রাজশাহী জেলায় এবার মোট ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরমধ্যে ৪০০ জন ছাত্র এবং ৩৯৪ জন ছাত্রী।

এদিকে ইবতেদায়ী পরীক্ষায় রাজশাহী জেলায় পাসের হার ৯৭ শতাংশের ওপরে। ইবতেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৯২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন।

এরমধ্যে ৪৬ জন ছাত্র এবং ৩৩ জন ছাত্রী। ইবতেদায়ী পরীক্ষায় রাজশাহী জেলা থেকে মোট অকৃতকার্য হয়েছে ১৩৫ জন।

এর মধ্যে ৮২জন ছাত্র এবং ৫৩ জন ছাত্রী রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।