ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ১১-১৩ জানুয়ারি

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
কুবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ১১-১৩ জানুয়ারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
 
১১ এবং ১২ জানুয়ারি ‘এ’ ইউনিট থেকে মেধাক্রম অনুসারে ১ থেকে ৭০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।



এছাড়া ১১ জানুয়ারি ‘বি’ ইউনিটের মানবিক শাখার মেধাক্রম অনুসারে ১ থেকে ৩৭৫ জন এবং ১২ জানুয়ারি ‘বি’ ইউনিটের বাণিজ্য শাখার ১ থেকে ৭৫ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

পরদিন ১৩ জানুয়ারি একই ইউনিটের বিজ্ঞান শাখার  ১ থেকে ২০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকার শুরু হবে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে।

এদিকে, ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখা থেকে মেধাক্রম অনুসারে ১ থেকে ২৮৮ জনের সাক্ষাৎকার ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে অনুষ্ঠিত হবে। একই ইউনিটে মানবিক শাখার মেধাক্রম অনুসারে ১ থেকে ২৫ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে পরদিন ১২ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে।

এছাড়া ‘সি’ ইউনিটের বিজ্ঞান শাখার মেধাক্রম অনুসারে ১ থেকে ৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে ১৩ জানুয়ারি বিকেল ৩টায়।

সব ইউনিটের সাক্ষাৎকার স্ব স্ব ডিন অফিসে অনুষ্ঠিত হবে। কোটাধারীদের সাক্ষাৎকার ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের পাশাপাশি ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি  পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।

সোমবার কুবির জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।