ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তের দাবিতে সাভারে শিক্ষকদের মানববন্ধন

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তের দাবিতে সাভারে শিক্ষকদের মানববন্ধন নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তের দাবিতে সাভারে শিক্ষকদের মানববন্ধন

সাভার (ঢাকা): নতুন পে-স্কেলে শর্তহীন অন্তর্ভুক্তের দাবিতে সাভারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের থানা বাসস্ট্যান্ডে কয়েকশ’ শিক্ষক-কর্মচারী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।



মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মহাসচিব ড.এ কেএম আব্দুল্লাহ, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান মঞ্জুর আলম খান, বাংলা বিভাগীয় প্রধান কিষান মোস্তফা সহ আরো অনেকে।

এসময় শিক্ষকরা সরকারের উদ্দেশ্যে বলেন, যতদিন পর্যন্ত শর্তহীনভাবে নতুন পে-স্কেলে শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা না হবে, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।