ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে অনার্স প্রথম বর্ষের সেমিস্টার-১ এর শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষা শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনসহ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ, এমসি কলেজসহ মোট ৪টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা হয়।

 
 
সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলমের নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হল পরিদর্শন করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব অন্য তিনটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ভর্তি কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর সিকৃবির ৩৭০টি আসনের বিপরীতে মোট ৬ হাজার ৫শ’  ৩৭ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনপত্র জমা দেন। তাদের মধ্যে প্রায় ৮৫ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।