ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সুন্দরবন বাঁচাতে যবিপ্রবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
সুন্দরবন বাঁচাতে যবিপ্রবিতে মানববন্ধন

যশোর: পরিবেশ দূষণের হাত থেকে সুন্দরবন বাঁচানোর দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সিরাজুল ইসলাম প্রমুখ।  
 
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।