ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার

মিজান উদ্দীন, কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

‘সি ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী ও শহরের মোট ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষাটি সকাল ১০টায় শুরু হয়ে ১১টায় শেষ হবে। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৩০টি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ১৪৭৭০ জন।

পরীক্ষার হলে শিক্ষার্থীরা নিজেদের ২ কপি করে ছবি সঙ্গে না নিয়ে এলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.cou.ac.bd) জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।