ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি কার্যক্রম স্থগিত

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
ইবির ভর্তি কার্যক্রম স্থগিত

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠক শেষে মেধা তালিকায় উত্তীর্ণদের মৌখিক সাক্ষাৎকারসহ ভর্তির সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



ইবির উপাচার্য ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

ভর্তির সাক্ষাৎকারের নতুন সময়সূচি পরে জানানো হবে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।

ইবির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভর্তির সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। আশা করি দ্রুতই ক্যাম্পাস স্বাভাবিক করে ভর্তি কার্যক্রম শুরু করতে পারব।

গত ৩০ নভেম্বর বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলোজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্র নিহতের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।