ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীর ৪২ কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
রাজশাহীর ৪২ কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছবি: প্রতীকী

রাজশাহী: আগামী ১২ ও ১৩ ডিসেম্বর রাজশাহীসহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা। প্রথমদিন ১২ ডিসেম্বর বিদ্যালয় পর্যায়ের এবং ১৩ ডিসেম্বর কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।



মহানগরীর মোট ৪২টি কেন্দ্রে একযোগে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিদ্যালয় পর্যায়ের ২৬টি ও কলেজ পর্যায়ের ১৬টি কেন্দ্র রয়েছে।
 
সকাল ৯টা থেকে দুই ধাপে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ওই দু’দিন নিচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

একই সঙ্গে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধরণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আরএমপি কমিশনার মো. শামসুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, মিটিং, সভা-সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য বহন ও অস্ত্রবহন এবং চারজনের বেশি মানুষ একসঙ্গে চলাচল নিষিদ্ধ থাকবে।

আরএমপি অধ্যাদেশ-১৯৯২ এর ২৮, ২৯ ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতা বলে এ আদেশ  জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়।

মহানগরীতে যে সব পরীক্ষা কেন্দ্র এ আদেশের আওতায় থাকবে সেগুলো হলো, রাজশাহী কলেজ, রাজশাহী সিটি কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, সরকারি মহিলা কলেজ, কোর্ট কলেজ, শাহ মখদুম কলেজ, মাদার বক্স হোম ইকোনমিক্স কলেজ, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ,  শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী কলেজিয়েট স্কুল, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, পিএন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারী হাই মাদ্রাসা, শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়, বিবি হিন্দু একাডেমি, লোকনাথ উচ্চ বিদ্যালয়,  রাজশাহী বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়, বরেন্দ্র কলেজ, শহীদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রি কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, কোর্ট একাডেমি, লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয় এবং রাজশাহী মিশন বালিকা উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।