ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুয়েট শিক্ষক সমিতি নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি-সেক্রেটারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি-সেক্রেটারি মো. গোলাম কাদের ও ড. এস কে শরিফুল আলম

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতির বাৎসরিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে প্রফেসর মো. গোলাম কাদের ও সাধারণ সম্পাদক পদে ড. এস কে শরিফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৫ সালের জন্য নির্বাচিত হয়েছেন।



বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি ড. মুহাম্মদ হাসান মোর্শেদ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. হাসানুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে মো. আমজাদ হোসেন ও কোষাধ্যক্ষ পদে মো. আতিকুল ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন প্রফেসর ড. মো. আব্দুর রফিক।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম জানান, প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় সবাইকেই নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।