ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিটিসিএল কর্মকর্তা সৈয়দ এনায়েতুর রহমানের পিএইচডি অর্জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
বিটিসিএল কর্মকর্তা সৈয়দ এনায়েতুর রহমানের পিএইচডি অর্জন সৈয়দ এনায়েতুর রহমান

ঢাকা: প্রাকৃতিক তেজষ্ক্রিয়তার উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানির (বিটিসিএল) আন্তর্জাতিক তার অফিস’র (আইটিও) প্রধান তত্ত্বাবধায়ক সৈয়দ এনায়েতুর রহমান।
 
২০১৩ সালের ৬ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৯০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক পদার্থ বিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

তার অভিসন্দর্ভের বিষয় ছিল ‘Natural Radioactivity and Gamma-ray Attenuation Coefficients of Tropical Hardwoods’|

এনায়েতুর রহমানের গবেষণায় তত্ত্বাবধায়ক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। সহকারী তত্ত্বাবধায়ক ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক ড. মনতাজুল ইসলাম চৌধুরী।
 
সৈয়দ এনায়েতুর রহমান চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দংয়ের বিশিষ্ট সুফিসাধক মরহুম শাহছুফী সৈয়দ হাফেজুর রহমান মাস্টারের (প্রকাশ হাফেজ মাস্টার) নাতি।
 
সৈয়দ এনায়েতুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।