ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউএপিতে কার্টুন বিষয়ে সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
ইউএপিতে কার্টুন বিষয়ে সেমিনার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) ‘পরিবেশগত সচেতনতা সৃষ্টিতে কার্টুনের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে এর আয়োজন করা হয়।

ইউএপির ইনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্লাবের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উন্মাদের সম্পাদক ও বিশিষ্ট লেখক আহসান হাবিব।

এ সময় আহসান হাবিব বলেন, বাংলাদেশে পরিবেশগত সচেতনতা সৃষ্টিতে কার্টুনের যথেষ্ট ভূমিকা রয়েছে। কার্টুনের মাধ্যমে আমরা জীবনের বাস্তব বিষয় জানতে পারি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউএপির উপ-উপাচার্য ড. এম আর কবির’সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

সেমিনারের অংশ হিসেবে এ সময় একটি কার্টুন প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।