ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
খুবিতে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৪ পালিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।



সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।

খুবির সমাজ বিজ্ঞান ডিসিপ্লিন ও ইনসিডিন বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেন-এর যৌথ উদ্যোগে এ সপ্তাহ পালিত হয়।
 
কর্মসূচির উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

র্যালিতে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. জিয়াউল হায়দার, সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের সব শিক্ষক, ইনসিডিন বাংলাদেশের প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

পরে শিশু অধিকারের ওপর ভিত্তি করে বিশেষত: চিংড়ি উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত শিশুদের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আব্দুল জব্বার ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিসিপ্লিনের শিক্ষক ড. আব্দুল্লাহ আবু সাইদ, তুহিন রায় এবং মোসাম্মৎ রওশন আরা।

এছাড়া ডিসিপ্লিনের শিক্ষার্থীদের নিয়ে শুধু আইন নয়, গণসচেতনতাই পারে শিশু অধিকার নিশ্চিত করতে- এর উপর ভিত্তি করে বিতর্ক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়:  ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।