ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

খুবির জীববিজ্ঞান স্কুলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ১৮ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
খুবির জীববিজ্ঞান স্কুলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ১৮ ডিসেম্বর

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ১৮ ডিসেম্বর ভর্তি করা হবে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সংশ্লিষ্ট ভর্তি কমিটির সদস্য-সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে মেধা ও ১ম অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হয়। তারপরও কিছু আসন খালি থাকায় এ ভর্তি করা হবে।  

ওইদিন (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাম নিবন্ধন শেষে ভর্তি হতে হবে। ইতোমধ্যে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

বাংলাদেশ সময়:  ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।