ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

আন্দোলনে অচল বেরোবির প্রশাসনিক কার্যক্রম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
আন্দোলনে অচল বেরোবির প্রশাসনিক কার্যক্রম

রংপুর: শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের দাবি মেনে না  নেওয়ায় প্রশাসনিক ভবন বন্ধ করে দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের দুই গেটে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী,শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা।



বুধবার শিক্ষকদের দেওয়া তিন দিনের আল্টিমেটাম শেষ হলে প্রশাসনিক ভবন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এই দাবিতে আগামী ৮ ডিসেম্বর ক্যাম্পাসে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।

এদিকে গত ২৭ অক্টোবর থেকে শিক্ষক সমিতির ব্যানারে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসলেও সমস্যা সমাধানে উপাচার্য কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বেরোবির শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হক বলেন,‘আমরা কিছু যৌক্তিক দাবি নিয়ে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করে আসছি। কিন্তু উপাচার্য কোনো কিছুতেই কর্ণপাত করছেন না। শিক্ষার্থী-শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ’ 

তিনি বলেন,গত রোববার সমাবেশ করে আমরা ৭২ ঘণ্টা সময় দিয়েছিলাম কিন্তু সে ব্যাপারেও তিনি কোনো পদক্ষেপ না নিয়ে আন্দোলন বানচাল করার চেষ্টায় লিপ্ত ছিলেন। এভাবে আর চলতে দেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না। শুধুমাত্র একজন মানুষের একগুয়েমির কারণে বিশ্ববিদ্যালয় অচল হতে দেয়া হবে না। এ কারণে বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনিক ভবন বন্ধ রাখা হয়েছে। সব সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এটি খুলতে দেওয়া যাবে না। ’

কর্মসূচি সফল করতে এ সময় সকলের সহযোগিতা কামনা করেন শিক্ষক সমিতির সভাপতি।

বৃহস্পতিবারের প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মন, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, সহকারী অধ্যাপক ড. শফিকুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রফিউল আজম খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: সাইদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ সময়:২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।