ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ক্যাম্পাস সারাবছর ‘ক্লিন’ রাখতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
ক্যাম্পাস সারাবছর ‘ক্লিন’ রাখতে হবে ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্যাম্পাস একদিন নয়, সারাবছর পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তি ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ‘ক্লিন ক্যাম্পাস সেইফ ক্যাম্পাস’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



পলক বলেন, ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাস ক্লিন রাখার আহ্বান জানালেও শিক্ষার্থীদের এ দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

তিনি বলেন, সারাদেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এক লাখ শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে চার কোটি শিক্ষার্থী লেখাপড়া করে। ভালোভাবে লেখাপড়া করলে এদের মধ্য থেকে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে।

প্রযুক্তির যথাযথ প্রয়োগ করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রযুক্তি শুধু ফেইস বুক নয়, সকলক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। তাহলে এর যথাযথ প্রয়োগ হবে। ’

বিশ্বের সঙ্গে তাল মেলাতে জ্ঞান, মেধা ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান পলক।
 
প্রযুক্তি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশ প্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে। ২০২০ সালে বাংলাদেশ আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার রফতানি করবে।

প্রতিমন্ত্রী কলেজে কম্পিউটার ও আইসিটি ল্যাব, ক্যান্টিনসহ বেশ কয়েকটি সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে প্রতিমন্ত্রী কলেজ ক্যাম্পাসে ‘ক্লিন ক্যাম্পাস সেইফ ক্যাম্পাস’ কার্যক্রম উদ্বোধন করেন।

কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ফারজানা আখতার সুপর্না’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, মাহজাবিন খালেদ এমপি, অধ্যক্ষ শামছুন্নাহার, কলেজ ছাত্রলীগ শাখা সাধারণ সম্পাদক মাসুমা আক্তার পলি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।