ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবি পদার্থবিজ্ঞান বিভাগে স্টুডেন্ট অ্যাওয়ার্ড উপলক্ষে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
জবি পদার্থবিজ্ঞান বিভাগে স্টুডেন্ট অ্যাওয়ার্ড উপলক্ষে সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি: ‘এস এন নাহার স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সিগমুন্ড ফ্রয়েড কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড তুলে দেন।

এসময় যুক্তরাষ্ট্রের ওহাইয়ো স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. সুলতানা এন নাহার ‘অ্যাস্ট্রোনমি অ্যাপলাইড টু ক্যানসার ট্রিটমেন্ট’ শীর্ষক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দীপিকা রানী সরকার। এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পরিমল বালাসহ পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।