ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবি প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন ট্রায়াল অ্যান্ড এরর টিম

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
নোবিপ্রবি প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন ট্রায়াল অ্যান্ড এরর টিম

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তঃবিভাগীয় প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয়েছে আইসিটি বিভাগের ট্রায়াল অ্যান্ড এরর টিম। টিমের স্বত্ত্বাধিকারীরা হলেন বিশাল বিশ্বাস, জেসমিন নিপু ও সাব্বির হোসেন।



মঙ্গলবার (০২ ডিসেম্বর) ছিল এ প্রোগ্রামিং কনটেস্টের সমাপনী দিন। বিশ্ববিদ্যালয়য়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে এর আয়োজন করা হয়।

প্রাথমিক বাছাই শেষে ১১টি দল কনটেস্টে অংশ নেয়। কনটেস্টে প্রথম রানারআপ হয়েছে সিএসটিই বিভাগের ড্রিমার্স টিমের স্বত্ত্বাধিকারী ফারিহান আহমেদ। এছাড়া, একই বিভাগের আলী আহমেদ ও মাসুদুল ওমর দ্বিতীয় রানারআপ হন।

কনটেস্ট শেষে সন্ধ্যায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান ড. হুমায়ূন কবির।

তিনি তার বক্তব্যে আগামীতে আরও বেশি প্রোগ্রামিং কনটেস্ট আয়োজনের উপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসটিই বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাবেদ হোসেন, সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, ফাতেমা খান বাপ্পি ও প্রভাষক নাজিয়া মাজাদি প্রমুখ।

পুরো প্রোগ্রামটির তত্ত্বাবধান করেন ওই বিভাগের প্রভাষক ইফতেখার মুহাম্মদ তৌহিদ।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।