ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

আইনজীবী হতে পারবেন না ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
আইনজীবী হতে পারবেন না ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঢাকা: তিন বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকায় তাদের এলএলবি উত্তীর্ণদের রেজিস্টেশন প্রদান স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

বিশ্ববিদ্যালয় তিনটি হচ্ছে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, আমেরিকা-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ও ইবাইস বিশ্ববিদ্যালয়।



বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বার কাউন্সিল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এ তথ্য জানান।

এছাড়াও, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় বিষয়ে আরও তদন্ত প্রয়োজন বলে তাদের এলএলবি উত্তীর্ণদেরও রেজিস্ট্রেশন প্রদান বন্ধ রয়েছে বলে তিনি জানান।

নিয়ম অনুযায়ী, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে এলএলবি উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হতে বার কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন করতে হয়।

সংবাদ সম্মেলনে কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সদস্য অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও গোলাম মোস্তফা খান উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।