ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে বিশ্ব দর্শন দিবস পালিত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
রাবিতে বিশ্ব দর্শন দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি (রাজশাহী): প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ‘বর্তমান বিশ্ব সংকটে দরকার সমন্বিত জ্ঞান ও সংস্কৃতি। আর দর্শন হচ্ছে সব জ্ঞানের ও সংস্কৃতির নির্যাস।

কাজেই দর্শনই পারে সংকট থেকে মানুষকে উদ্ধার করতে। ’

বিশ্ব দর্শন দিবস উপলক্ষে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সঠিক জীবন দর্শনের অভাবে মানুষ আজ দিকভ্রান্ত হয়ে পড়েছে। এ থেকে বের হয়ে দর্শনের ছায়াতলে সবাইকে আশ্রয় নিয়ে এক শান্তিময় বিশ্ব গড়ে তুলতে হবে।

‘সন্ত্রাস কবলিত বিশ্ব : মানব অস্তিত্বের সংকট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দর্শন দিবস পালন করা হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মমতাজউদ্দিন কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আকতার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

সভায় প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। স্বাগত বক্তব্য দেন দর্শন সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক শামীমা আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ দার্শনিক এবং বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক আবদুল হামিদ, অধ্যাপক মহেন্দ্রনাথ অধিকারী প্রমুখ।
 
ইউনেস্কোর উদ্যোগে ২০০২ সাল থেকে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার পালিত হয় বিশ্ব দর্শন দিবস। তবে রাবি শিক্ষক শফিউল হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতির কারণে ২০ নভেম্বরের পরিবর্তে বুধবার দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।