ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যা

‘মূল হোতা’ মানিকের সহযোগী অস্ত্রসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
‘মূল হোতা’ মানিকের সহযোগী অস্ত্রসহ আটক ছবি: প্রতীকী

নাটোর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এ কে এম শফিউল ইসলাম হত্যার ‘মূল হোতা’ মানিকের সহযোগী শাহিন ফিরোজ রনি (৩০) নামে এক যুবককে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।  
 
বুধবার (২৬ নভেম্বর) ভোরে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


 
শাহিন বাসুদেবপুর চকপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
 
শাহিনকে দুপুর ২টার দিকে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -১ এ পাঠানো হয়। এ সময় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে নলডাঙ্গা থানা পুলিশ।
 
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন ঘটনার  সত্যতা নিশ্চিত করে জানান, আটক শাহিন একজন অস্ত্র ব্যবসায়ী।  
 
তিনি রাবির শিক্ষক হত্যার ঘটনায় আটক মানিকের সহযোগী বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।