ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ২০ শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ২০ শিক্ষার্থী বহিষ্কার

যশোর: যশোরের কেশবপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষায় নকল করার অভিযোগে ২০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষার সব কর্মকাণ্ড থেকে ৩ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।



শুক্রবার (২১ নভেম্বর) কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হানা সাদেক বাংলানিউজকে জানান, শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি’র সমাজ বিজ্ঞান প্রথমপত্র পরীক্ষা চলাকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির পরিদর্শনে যান।

ওই সময় নকল করার অভিযোগে ২০ শিক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কলেজের বাংলা প্রভাষক গোবিন্দ নাথ বিশ্বাস, দর্শনের প্রভাষক নিমাই চন্দ্র দেবনাথ ও ইসলামের ইতিহাসের প্রভাষক আব্দুর রাজ্জাককে পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।