ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ছবি:জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তিন দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল রুমে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাহীনুর আকতার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীনুর আকতার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে স্বাধীনতাউত্তর যুদ্ধ বিধ্বস্ত দেশে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন।

সে সময় দেশের ৩৬ হাজার ১৩৫টি প্রাথমিক বিদ্যালয় এবং ১ লাখ ৫৫ হাজার ২৩ জন শিক্ষক সরকারিকরণের মর্যাদা পান।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার ঘোঘণা দেন। প্রাথমিক শিক্ষায় বর্তমান সরকারের গৃহীত নানাবিধ পদক্ষেপ সকলের কাছে প্রশংসিত হয়েছে।

সংগঠনের তিন দফা দাবির মধ্যে রয়েছে- সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত জ্যেষ্ঠতা, যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি করতে হবে।

প্রধান শিক্ষকদের একধাপ নিচের স্কেলে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ করতে হবে এবং সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ও অভিন্ন সময়সূচি চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মো. মোকাম্মেল হোসেন, আবদুর রাজ্জাক, একরামুল শাহ, শামীমা ইয়াসমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।