ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেরোবি প্রশাসনিক পদ থেকে ৬ শিক্ষকের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
বেরোবি প্রশাসনিক পদ থেকে ৬ শিক্ষকের পদত্যাগ

রংপুর: পদোন্নতি প্রাপ্তদের পদমর্যাদা দেওয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসনিক পদ থেকে আরও ৬ শিক্ষক পদত্যাগ করেছেন।  

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে শিক্ষক সমিতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোর্শেদুল আলম রণির কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

 

পদত্যাগ পত্র জমা দেওয়া ছয় শিক্ষক হলেন, সিন্ডিকেট সদস্য ড. সরিফা সালোয়া ডিনা, অর্থ কমিটির সদস্য ড. সাইদুল হক এবং মোহাম্মদ রফিউল আজম খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট ড. শফিকুর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান এবং মো. শরিফুল ইসলাম।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দাবিতে দুই দফায় ২৮টি প্রশাসনিক ও একাডেমিক পদ ছেড়েছেন শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।