ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রুয়েটের চতুর্থ সমাবর্তন মঙ্গলবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
রুয়েটের চতুর্থ সমাবর্তন মঙ্গলবার

রাবি(রাজশাহী): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার। সমাবর্তনের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্ত্তুজা বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুর দেড় টায় শুরু হবে সমাবর্তন অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন- দেশের বিশিষ্ট প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। রাষ্ট্রপতি আবদুল হামিদের নেতৃত্বে দুপুর দেড়টায় সমাবর্তন শোভাযাত্রা প্রশাসনিক ভবন থেকে শুরু হবে।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিন্ডিকেট সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও গ্রাজুয়েটরা অংশ নেবেন।

দুপুর আড়াইটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ সকল গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন এবং কৃতি গ্রাজুয়েটদের গোল্ড ম্যাডেল ও ক্রেস্ট দেবেন। বিকেল ৩টায় রাষ্ট্রপ্রতি সমাবর্তনের সমাপনী ও সভাপতির বক্তব্য দেবেন।

এবারের সমাবর্তনে ২ হাজার ৮৭ জন গ্রাজুয়েট অংশগ্রহণ করছেন। মঙ্গলবার দুপুর ১টার মধ্যে সমাবর্তনে অংশগ্রহণকারী সব গ্রাজুয়েট, আমন্ত্রিত অতিথি এবং সংবাদকর্মীদের সমাবর্তন প্যান্ডেলের নির্ধারিত স্থানে আসন গ্রহণ করতে বলা হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠান অত্যন্ত সুষ্ঠু ও সাফল্যের সঙ্গে আয়োজন ও সমাপ্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।