ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে ৫ দিনব্যাপী নো-ইমপ্যাক্ট উইক উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
জাবিতে ৫ দিনব্যাপী নো-ইমপ্যাক্ট উইক উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাঁচ দিনব্যাপী নো-ইমপ্যাক্ট উইক এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।



বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ ও রিড্র দ্যা লাইনের যৌথ উদ্যোগে ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ উইক চলবে।

পরিবেশ রক্ষা ও জলবায়ুর পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।  

এ ধরনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আরও বেশি পরিবেশ সচেতন হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য আবুল হোসেনসহ কয়েকশো শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।