ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাঙামাটি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
রাঙামাটি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি সরকারি কলেজে এবার সব ছাত্র সংগঠন মিলে কলেজের বিভিন্ন সঙ্কট সমাধানে বিক্ষোভ করেছেন।

সোমবার রাঙামাটি সরকারি কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি সদর উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে কলেজের সামনে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে সমাবেশ পালন করে। এসময় উভয়পাশে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।

সমাবেশে বক্তব্য রাখেন- কলেজ ছাত্রলীগের সভাপতি সজল দাশ, সাধারণ সম্পাদক আব্দুর জব্বার সুজন, পাহাড়ি ছাত্র পরিষদ কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমা ও সাধারণ সম্পাদক সম্রাট সুর চাকমা, কলেজ ছাত্রদল সভাপতি মো. ইমরান সুজন ও সাধারণ সম্পাদক অলি আহাদ, কলেজ ছাত্রী নিলা চাকমা, সোহেনা ফেরদৌস, সুলতান মাহমুদ বাপ্পা ও হুমায়ুন কবির প্রমুখ। দাবিনামা পাঠ করেন আব্দুর রব।

বক্তারা ১০ দফা দাবি তুলে ধরে বলেন, কলেজ প্রতিষ্ঠার ৪৯ বছর পরও সেই পুরনো ভবনে শিক্ষার কার্যক্রম চলছে। অনার্স ও মাস্টার্স কোর্সে যথেষ্ঠ বিষয় না থাকায় শিক্ষার্থীদের জেলার বাইরে গিয়ে পড়ালেখা করতে হয়।

একাডেমিক ভবন নির্মাণ, স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ, কলেজ লাইব্রেরিতে পর্যাপ্ত বই সরবরাহসহ কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান শিক্ষার্থীরা। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।