ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হাইকোর্টের রুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হাইকোর্টের রুল

ঢাকা: আদালতের আদেশ পালন না করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন অর রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।



১০ দিনের মধ্যে তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মোঃ হাফিজুর রহমানকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে আদালতে আবেদনের পর হাইকোর্ট হাফিজুর রহমানের পক্ষে আদেশ দেন।

হাফিজুর আদালতের আদেশ নিয়ে যোগদান করতে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। এরপর হাফিজুর আবার আদালতের দ্বারস্থ হলে হাইকোর্ট ভিসির বিরুদ্ধে রুল জারি করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।