ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে বাকৃবি শিক্ষকদের মৌন মিছিল

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে বাকৃবি শিক্ষকদের মৌন মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে মৌন মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনের করিডোর থেকে মৌন মিছিলটি শুরু হয়।


মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টার দিকে একই দাবিতে সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।