ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে খুবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে খুবিতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকরা অংশ নেন।
 
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সারওয়ার জাহানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
 
তিনি বলেন, মুক্তবুদ্ধির চর্চার জায়গা বিশ্ববিদ্যালয়। কিন্তু ভিন্ন মতের কাউকে হত্যা করা গণতান্ত্রিক, সমাজ ও সভ্যসমাজে কাম্য হতে পারেনা।

এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, অতীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও দু’জন শিক্ষককে এভাবে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা করা হয়েছে। ওই হত্যাকাণ্ডগুলোর বিচার হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না।
 
তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি মুক্তিযুদ্ধের সময় শিক্ষক, বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করা হয়েছে। এখনও শিক্ষকদের হত্যা করা হচ্ছে। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. রেজাউল করিম, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
  
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।